খুঁজছে আর খুঁজছে...
বিকেলের পড়ন্ত রোদে
রক্তিম হয়ে অভিশপ্ত মেয়েটা
হাতড়ে চলেছে সমানে।
কি খুঁজছে,
তা অবশ্য নিজেও সে জানে না।
(তবু) খুঁজছে আর খুঁজছে।
ঘেমে নেয়ে উঠছে।
আশেপাশে কত রঙিন স্বপ্ন।
মেয়েটা ওদের দেখেও দেখছে না।
ওগুলো ওর জন্য নয়
তাই খুঁজে চলেছে।
ভালবাসার রং নীল,
রক্তের রং লাল,
কলঙ্কের রং কালো।
মুক্তির রং কি?
সূর্যটা টুপ করে ডুবে গেল
সেই মুহূর্তে!
সব অন্ধকার।