শব্দরা দল গঠন করে।
বিভিন্ন দল,
বিভিন্ন তাদের মত।
বিরোধী পক্ষও আছে।
তারা টেবিল চাপড়ে হৈ চৈ করে,
-এটা ঠিক নয়, ওটা ভুল।
কেউ বলে - ছন্দে চলো।
কেউ বলে - গদ্যে।
উদ্দেশ্য সবার একটাই,
সুস্থ কাব্য সৃষ্টি করা।
সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়া।


শব্দরা কলরব করে।
ঝগড়া হয় দলের সঙ্গে দলের।
নিষিদ্ধ শব্দ আর ভদ্র শব্দরা,
যে যার মত সোচ্চার হয়।
ভোট চাই, ভোট দাও ...
নির্বাচন কমিশন বসে।
নিজের দলকে প্রতিষ্ঠিত
করার অদম্য চেষ্টা।
হয়ত নির্বাচনের আগেই
খুনও হয় একটা দুটো শব্দ।
লাশ নিয়ে দলে দলে টানা হেঁচড়া।


ভোট হয়।
মূল্যবান শব্দের
আবার গলায় মালা।
সঠিক বলিষ্ঠ উচ্চারণে
এখন,
পতাকা উত্তোলন।