ভেসে যাওয়ার আনন্দে__
অশান্ত মেঘ দাঁড়ায়নি আমার ছাদে।
আমি আলসেতে হেলান দিয়ে আলগোছে।
চোখ ভেজাতে চেয়ে অনেক্ষণ
তাকিয়ে....
তবু একটুও করুণা হয়নি__
উদাসী হাওয়া উড়িয়ে নিয়ে গেল
অলকাপুরীতে বোধহয়....
আমি ঠায় দাঁড়িয়ে স্মৃতির মেদুরতায়।


চকলা ওঠা শুকনো ছাদে__
আমার পেলব পদযুগল ক্ষত বিক্ষত।
আমার কবরী আগোছালো রাতঘুমে।
ভোরের সূর্য কেড়ে নিয়ে গেল
আমার রাতের স্বপ্নসুখ....
আর মেঘের স্থবিরতা।