বৃষ্টি এলো আকাশ জুড়ে,
      মনের দরজা খুলে
কিশোর ভিজল, কিশোরী ভিজল
       অতীতটাকে ভুলে।
চু-কিত্কিত্, এক্কা দোক্কা,
      ডাংগুলি বা বুড়ি বাসন্তী,
সব খেলাতেই মাতল তারা
     ইকির মিকির, ইন্তিবিন্তি ।
অতীত থাকুক অতীত নিয়ে
       বর্তমান হাতে হাত ধরি।
ভবিষ্যতের চিন্তাটা থাক
       চলুক জীবন গড়গড়ি।
ফিকফিকিয়ে হাসল বুড়ো,
       বুড়িও তাতে যোগ দিলে।
স্বপ্ন-বৃষ্টি থামল যখন
        হারায় দুজন পথ ভুলে।