বিস্তর হাঁটাহাঁটি করে
ওরা এসে পৌঁছলো যখন,
সূর্যের চিহ্ন পর্যন্ত নেই।
সামনে ঘন জঙ্গলের আব্রু।
ওদের ক্লেদাক্ত শরীর
কামনায় আপ্লুত।


ভেবেছিল ঠিকানা পাওয়া
বোধহয় খুব সহজ।
পরস্পরের উত্তাপে ওরা
নিজেদের ঘাম শুকিয়ে নিচ্ছিল।
মহীরুহের বিশাল ছাওয়ায়
ওরা যখন ঠিকানা মেলাতে ব্যস্ত,
ঠিক তখনই সূর্য উঠলো__
ওরা খুব তাড়াতাড়ি
হারিয়ে গেল।