তিনটি চারা

১)
যোগার ঠ্যালায়

মাছ কিলবিল করে,
পান্না পুকুর জলে !
তপস্বী এক-ঠেঙে বক
তাও খেতে যায় ভুলে!

২)
দেয়াল ই ভরসা

টিকটিকি টিকটিক
ডাকে মন খেয়ালে!
বাঁচতে খাবার খায়
যা পায় দেয়ালে!

৩)
ভাল খেলোয়াড়

বিশ্বময় চলছে বিপর্যয়..
মানুষ রয়েছে শঙ্কায়!
করোনা নিচ্ছে এক হাত,
জানি না কী অভিপ্রায়!