তোর জন্য একটা রাতের
আকাশ রেখেছিলাম।
তোর জন্য শিউলি ঝরা
শরৎ এনেছি।
তোর জন্য কোকিল ডাকা
বসন্ত এসেছিল।
শ্রাবণের মেঘ এঁকেছিলাম
তোর বুকে।
তবুও তুই হারিয়ে গেলি..


আমার পায়ে লতা শিকলের
বেড়ি।
শিমুল রাঙানো পথ ছিল
তোর আসার পথ চেয়ে।
দুরন্ত হাওয়ায় শরতের
ছেঁড়া সাদা মেঘ উড়ে ছিল
তোর জন্য।
তবু কি তুই উদাস হলি,
ভালবাসা?


আমি বসে থাকি শিউলি
বিছানো ঘাসে,
স্মৃতির সুবাস মেখে।
সূর্য ওঠার ভোরের আদর
আমার ঠোঁটে ছুঁয়ে,
তুই বলেছিলি, আবার
তুই আসবি..
মেঠোপথের বাউল
বাউন্ডুলে হয়ে।