আজকে যখন ঝরা পাতার কালে,
ধূলায় লুটায় পাতারা সুখ ভুলে।
আমি কেন উদাস হলাম তবে,
জীবন শেষের হিসাব অনুভবে!


পৃথ্বী ঘোরে একইভাবে নিজ কক্ষপথে,
নিয়ম করে কর্ম করে দিনে এবং রাতে।
বৃক্ষসহ মাটি দিলো, নদীসহ জল।
চাঁদের নরম আলো আর সূর্য মহাবল।


বিশ্বজগৎ দেখি আলোয়, অন্ধকারে সুখ।
মাটিতে সোনার ফসল, চাঁদে মায়ের মুখ।
উজার করেছ তুমি, আছে তোমার যত।
নিয়েছি ভরে, দিইনি কিছু, স্বার্থপরের মত।


ঝরা পাতার মতো শেষে, রইব পড়ে জানি।
মাটিতেই মিশিয়ে নিও, আমার যত গ্লানি!