ভগবান , শুদ্ধ তোমার মতি
দূর্গরে দাও দূর্গতি আর জীবেরে কর প্রীতি |
তুমি নাকি আদি-অনন্ত , তুমি জীবপতি
এমন শুনেছি আমি , তুমিই জীবের গতি |
কেউবা আবার বলে , জীবের গতি তুমি করেছ দান
জীবকে দিলে জীবন আর প্রাণীকে দিয়েছ প্রাণ |
প্রশ্ন ওঠে জাগি , তুমি কি গতির অধিপতি ?
নাকি স্বয়ং হলে গতি |
সে যাই হোক , এটুকু বুঝেছি জীবের রয়েছে গতি |
ভাবতে লাগে অবাক , জড়কেও নাকি সমান স্নেহ কর
রূপ-রস-গন্ধ দিলে , তার সুবাসে বিশ্ব ভরায়ে তোলো !
পুষ্প মধ্যে যারা তোমার চরণে ধায় তারা , হয় তো হবে গৌরব
কিন্তু যারা আসে নাই , শুধু ফোটে আর ঝরে
তাদেরকেও করনি কৃপন , তারাও বিকায় সৌরভ |
আসুক কিংবা থাকুক
সে পুষ্প-- এই পরিচয় তার |
আপন হতে বিলাবে শোভা , এটা তার অধিকার |
তুমি বাধা দেবে না |


এবার বলি সেই ছেলেটার কথা |
সকাল হলে পড়তে বসে , স্নানের আগে অঙ্ক কষে ,
বিকেলবেলা ঘুমের পরে আবার উঠে পড়ে ,
রাতেরবেলা ঘুমের ঘোরে পড়ার কথা মনে করে--
তাকে তো পাশ করাতেই হবে
এটা তার অধিকারে |
মানছি সে যায়নি'ক মন্দিরে , দিন কেটেছে পড়ার ঘরে |
তাই বলে কি আপন আশীষ হতে , বঞ্চিবে তাহারে ?
তুমি কৃপাময় , তবু এ তোমার কৃপা নয়
শিক্ষারূপে সেবে তোমায় বিদ্যারূপে পায় |


ভগবান , সত্যি বল তো , কোথায় তোমার বাস ?
স্বর্গে থাক , নাকি আমার আশেপাশ ?
আমি জানি না | অল্প খুঁজেছি আর খুঁজি না |
তুমি থেকো তোমার কর্ম লয়ে ,
আমি বেড়ায় আমার কর্ম বয়ে |


ধরো , কোনো শুভদিনে শুভ পথের মোড়ে
দুজনাতে দেখা হল কর্মে কর্মে মিশে
আলাপ বিলাপ অনেক হল মুখোমুখি বসে |
হয়তো তুমি বললে হেসে , কিবা চাও পেতে ?
আমি বলবো , 'সন্তান মোর থাক দুধে-ভাতে'
এমন কামনা নাই |
যদি দুধ-ভাত প্রাপ্য হয় সন্তানের কর্মফলে
তবে তাকে দিতেই হবে ,
তুমি বাধ্য তার অধিকার বলে |



মেস
24|10|2016