চিন্তার কেরোসিনে ভিজে সপসপে,
রাগের আগুন ভীতু এতো যে বাহানা দিল।
বাহানা দিল - এখনও নাকি সময় আছে চেষ্টা করার।


বাস, ট্রেন আর টেলিফোন নাকি সঙ্গ দেবে,
সাহস দেবে ফাঁকা ক্লাসরুম, সুযোগ দেবে দুপুর বেলা ,
উল্টে দেওয়ার মওকা দেবে পুরোনো হিসাব।


কিন্তু সময় কি আর অপেক্ষাতে কলেজ মোড়ে ?
ফাঁকা কল লিস্ট, ইনবক্স তাই হুঁশ ফেরাল।
ক্লাস রুম থেকে এই এক যুগ পথ - খুব শুনশান, নেই ইউ-টার্ন।


যখন অন্য আদর ঈর্ষা করে, রাত জেগে দেয় খামতি,
আর আফ্সোস ভিজে রেডি হয়ে বসে রান্না ঘরে,
তখন এক রদ্দি ফুলকি ভাঙুক অযোগ্য এই স্বপ্নগুলো।


ডেসডিমোনার এমন কি দোষ, যে আজও ওথেলো সঙ্গী হবে?