এটাই হয়ত শেষ চিঠি
তোমার কাছে মোর,
হয়ত এই চিঠি পড়েই
তোমার রাত হবে ভোর।
আজো আমার মনে পড়ে
প্রথম দিনে তোমার পাঁচটি লাল গোলাপ,
আজো আমার কানে বাজে
আমাদের প্রথম প্রেমালাপ।
তোমার গায়ের নীল জামা
আর কপালের নীল বিন্দি,
মনে পড়ে তা আজো আমার
কেড়েছিল চোখের নিন্দি।
তোমার হাতের প্রথম ছোঁয়া
আজো আনে ঠোঁটের কোনে হাসি,
স্মৃতিটা আজো ঝকঝকে
যেদিন প্রথম বলেছিলে ভালবাসি।
তোমার চোখের তারায় হারাতাম আমি
দিনে শত-সহস্র বার,
তোমার ঐ মিষ্টি মুখ চেয়েই
করেছি গত পাঁচটি বছর পার।।
হয়ত ভাবছ হঠাৎ এসব বলছি কেন?
হয়ত তোমার চোখ জলে ছলছল,
ফেলে আসা স্মৃতিরাও হয়ত দিচ্ছে উঁকি
মনের আকাশটাও হয়ত আধাঁর কাল।।
পৃথিবীর সব কঠিন বাস্তবতায়
হারাব দুজনা আজ,
কালকে তুমি অন্যের হবে
সাজবে বধুয়ার সাজ।।
তোমার ছাড়া বাঁচতে আমার
কষ্ঠ হবে ভারী,
জেনো তেমার থাকব আমি
যতদিন এ জগৎ না যায় ছাড়ি।।
ভালো থেকো সুখে থেকো
তোমার নতুন জীবনের শুভেচ্ছা,
যদি পার ভুলে যেও
আমাদের যত গল্প কেচ্ছা।।
হয়ত এই চিঠি পড়ে কাঁদবে অনেক
হৃদয় ভেঙে হবে চুরমার,
দোহায় তোমার ভুলে যেও মোরে
গুছিয়ে নিও নিজ সংসার।।
যদি কোন দিন রাস্তায় দেখা হয়
না চেনার করো অভিনয়,
আমি শুধু দুর থেকে দেখে যাব তোমায়
দেবনা কারো সামনে আমার পরিচয়।।
এটাই হয়ত
প্রথম প্রেমের শেষ চিঠি
থাকবে আমর হৃদয়জুড়ে
আমাদের যত স্মৃতি।।