"আমিত্ব"
          ------------
বিষের আগুন ছড়িয়ে বেড়াও,  মন্দিরে আর মসজিদে।
ভালোবাসায় নেই বিশ্বাস? বিশ্বাস আজ বিভেদে?
আঙ্গুল টিপে বোতামে! ভাগ করবে রাম- রহিমে?
শমন জারি করতে চাও? ভগবান আর আল্লার নামে?
কাঠগোড়ায় দাড় করিয়ে, বিচার করবে তোমরা সবাই?
যাদের কাছে, তুমি-আমি-আমরা সবাই মাথা নোয়াই!
ভূল করে ইংরেজ এনে, পিছিয়ে আজও একশ বছর।
মনে পড়ে তাদের কথা? বিভীষন আর মিরজাফর।।
রবি-নজরুল-সুভাষ বোস, এরা সবাই বোকা বুঝি?
কাদের জন্য ক্ষুদিরাম! রেখেছিলেন জীবন বাজি।
ধর্মকে রক্ষা করতে! ধর্ম নিয়েই ছেলেখেলা?
মানবধর্ম পরমধর্ম, বুঝে নাও আজ এইবেলা।
রক্তেরাঙ্গা রাস্তা দিয়ে, রাম-রহিমের জয়গান!
গঙ্গাদেবীর নেইতো বারন, রাম না রহিম করবে স্নান?
সত্যি তোমরা বুড়ো খোকা, ভারত ভেঙ্গে ভাগ করো!
অন্ধ হয়ে ধর্ম মানো! বেদ কোরাণ পাঠ করো?


পার্থ গোপাল চক্রবর্ত্তী