"একটি ছেলের কথা'
----------------------------
প্রকৃতিও তার সাথে প্রেম করে, " চুপিসারে"।
রৌদ্র স্নাত একাকি দুপুরে।।
নদী ধুইয়ে দেয় তার শরীর,
  ----  ধরা দেয় তার বুকে।
মাছেরা ধরা দেয় বিনাবাঁধায়,
তাদের লুকোচুরির ফাঁকে।।
শিউলি ,কাশফুলের আগমনে যখন , আগমনির সুর বাজে।
ধূলোভর্ত্তি ঢাকটি সেজে উঠে  রংচঙে পালকে ,
           -----এক নূতন সাজে।।
বাবার হাত ধরে দাড়ায়, কলকাতার রাস্তায় ,
---------------কালিঘাটে।
ঘরের মাকে ছেড়ে এসে মন্ডপে মন্ডপে
------ তার দিনকাটে।।
ছেলেটির হাতে কাঁসড়,
বাবার কাঁধে বাদ্যি।
বাবার সাথে সেও নাচে,
যতটুকু তার সাধ্যি।।
হাতের ব্যাথা আর মায়ের জন্য ,-তার চোখে জল আসে।
তবুও সে নাচে বাজনার তালে তালে,বাবার সাথে,'হেসেহেসে"।।
বাবুদের আনন্দে, যেটুকু উপরি পাবে।
তাতেই মায়ের জন্য একটা,
--- লালপেড়ে শাড়ি নেবে।।
লাল শাড়ি আর লাল টিপে,
--মাকে ঠিক মা দূর্গার মত লাগে।
----- -যেন জ্যন্ত মা দূর্গা।
নূতন শাড়ি আর মায়ের মিষ্টি গন্ধ,
-----তার দারুন লাগে।।
চাইনা তার, দশ হাতের
--------------'মাটির দূর্গা"।।