কবিতা - লড়াই
লিখেছেন - কবি পার্থ গোপাল চক্রবর্ত্তী


কে জানে, কে জিতবে?
তবু প্রতিদিন সূর্য উঠে, তোমায় দেখবে বলে l
জীবন খুঁজে নেয়, বাঁচার শর্ত ---
মৃত্যুর সাথে পান্জা লড়বে বলে ll
ইচ্ছের মৃত্যু হয়, বাস্তবের গহীন অরণ্যে l
স্বপ্ন শুধু আজও খেলা করে, "তোমার জন্যে" ll
লড়াই শুধু কাঁধে হাত দিয়ে বলে---
আমিতো আজও বেঁচে !
আমি আছি, তাই তুমি ---
ভেঙেচুরে তৈরি করে নেব, "এক নতূন ছাঁচে "ll
সৃষ্টির সেই প্রথম দিনে, এখনও আছে মনে?
কেমন করে জন্ম নিলে, "এই প্রকৃতির মধ্যখানে "!
লড়াই আর লড়াই, জীবন নদীর হাজার বাঁকে l
কখনও পথ হয়েছে দুর্গম, কখনও খুঁজেছো, "অন্য নতূন পথ "l
কখনও জীবন খরস্রোতা, কখনও শ্লথ ll
সূর্য যায় অস্তাচলে, নতূন ভোর আসবে বলে l
লড়াইটা চালিয়ে যাও, বাঁচা -মরার হিসেব ভুলে ll