মনে পড়ে
      ------------------
আমার সেই ছোট্টবেলা, মনে পড়ে কত কথা।
বৃষ্টি হলেই কচুর পাতায়, ঢেকে দিতেম বোনের মাথা।।
বিনে পয়সার সেই ছাতাতে, বাঁচত শুধু মাথাখানা।
বাড়ি ফিরে জমত দারুন, ভূতের গল্পের আড্ডাখানা।।
দাদার সাহস পড়ত ধরা, বাথরুমেতে যাবার সময়।
একছুটেতে দৌড়ে এসে, "ভূতের আবার কিসের ভয়!"।।
মা বলতেন , " নে হয়েছে! সারাদিন শুধু গল্পশোনা"।
দাদু তোদের লায় দিয়ে, লাটে তুলেছেন পড়াশোনা।।
পাশের ঘরে বাবার হাঁক, "এবার সবাই পড়তে বসো।
সবাই মিলে একসাথে, একটুখানি অঙ্ক কষো।।
স্কুলের ফাঁকে ভরদুপুরে, নুন লঙ্কার মিশেল করে।
বেড়িয়ে যেতাম আমবাগানে, বোনের সাথে সন্ধি করে।।
বর্ষা এলেই ভিজে মাঠে, বল নিয়ে কাড়াকাড়ি।
বাড়ি ফিরে দিদির হাতের ছোলামাখানো ঝালমুড়ি।।
নূতন মান্জ্ঞা, লাটাই আর রঙবেরঙের  নানা ঘুড়ি।
কখন যেন ভুলেই যেতেম, ফিরতে হবে বাড়ি।।
মহালয়ার ভোররাত্রে, মহিষাসুরমর্দিনী বেতার যন্ত্রে।
পূজোর গন্ধ ছড়িয়ে যেত, বীরেন্দ্র কৃষ্ণের সেই মন্ত্রে।।
ভাইবোনেদের সবার সাথে, একজামাতেই পাঁচটে দিন।
থাকত নাকো মায়ের বকা, বাবার শাসন- আমরা স্বাধীন।।


পার্থ গোপাল চক্রবর্ত্তী