"ও মেঘ"
                ----------------


ও মেঘ , তুমি চললে কোথায়?
           আমায় নিয়ে চল।
  দুরের ওই গহন বনে?
যেথায় নেইকো কোলাহল।।
বৃষ্টি হয়ে ঝরো আজ, বৃষ্টি হয়ে ঝরো।
শুষ্ক এই মাটিরবুক, একটু শীতল করো।।
জাগবে প্রান, ফুটবে কুঁড়ি
------সবার অগোচরে।
তোমার প্রেমে জাগবে জীবন,
  -- দেখব নয়নভোরে।।
------   সূর্যটাকে চুরি করে,
-----অনেকটা পথ ঘুরেফিরে।
বুকভর্ত্তি জমিয়ে রাখ, ভালোবাসার কনা।
একলা ঘরে, জানালাধারে --
তোমার একটু ছোঁব বলে,
------ আমার পাগলপনা।।
দামাল ঐ ঝড়ের সাথে---
প্রেমে মত্ত আকাশপথে,
পথ চেয়ে বসে থাকা আমার সারাবেলা।
আমার সাথেই কেন এমন লুকোচুরি খেলা।।
ঝড়ের সাথে সন্ধি করে,
এসো আমার জানলাধারে।
চোখেমুখে লাগুক আজ তোমার শীতল ছোঁয়া।
তোমার কাছে আমার শুধু এইটুকু তো চাওয়া।।
অবোধ শিশু হাতের তালুয় , বন্দি করে তোমায়।
ছড়িয়ে দেবে মায়ের মুখে, তপ্ত শরীরময়।।


--------পার্থ-----