ছেলেমানুষি
----------------
বয়স আমার বাড়ছে বাড়ুক, মনটা ছোট থাক।
সবুজ থাকুক চিন্তাগুলো, চুলে লাগুক পাক ।।
ভরদুপুরে চুরি করে, আচার খাবার মজা।
ভোররাএে গ্যাসের ব্যাথায়, যতই পাই না সাজা ।।
বি্ৃস্টি হলে ভাসায় আজও কাগজের নৌকা।
চল্লিশেও আজও আমি -বছর দশের খোকা।।
বরফের গোলা আজও জিভে জল আনে।
চুপিসারে খাই আমি, বড়দের গোপনে।।
কতবেল মাখা খায়, চুপিসারে ছাদে বসে।
কেয়ার করি না যদি কেউ তাতে হাসে।।
ট্রেনের আওয়াজ শুনি, কান পেতে লাইনে।
ডিল দিয়ে আম চুরি-ঘোষেদের বাগানে।।
পায়ের ব্যাথা মানি নাকো, ফুটবলে মারি লাথি।
সব ভুলে আমি তখন, শুধুই খেলার সাথি।।
ছিপ দিয়ে মাছ ধরি, একটু সুযোগ পেলে।
লাফ দিয়ে ঝাপ দিই, ভরা নদীর জলে।।
ছাদে উঠে ভো-কাট্টা, শীতের দুপুরে।
ডুব দিয়ে তাল আনি, বাবুদের তালপুকুরে।।
মায়ের আঁচল ধরি, ভুতের গল্প শুনে।
ছেলেমানুষি আজও আমার সারাদিনে।।


পার্থ গোপাল চক্রবর্তী