জীবন
-----------


শরীরের পোকারা শুষে নিচ্ছে ,
আমার রক্ত,আমার ভালোবাসা,
কুরে কুরে খাচ্ছে আমার মন।


সবাই আমার ভালবাসাকে
কড়া দাম দিয়ে কিনে নিতে চায়,
শুধু ভালোবেসে হয়নি প্রিয়জন।।


আমার মধ্যে দূঃখ আছে,
সুখ আছে,ভালোবাসা আছে,
কষ্ট আছে,আর আছে----
অতল এক সমুদ্র।


সেখানে ডুবে আছে অনেক
পালহীন উলটানো নৌকা,
আর সময়ের সাথে পচে যাওয়া
কাঠে --অসংখ্য ছিদ্র।।


এখনও সেখানে প্রান আছে,
আছে জলের কুলু কুলু ধবনি
আর আছে সেই ছিদ্র দিয়ে
অসংখ্য রঙিন মাছের
লুকোচুরি খেলা।


একেকটা ঢেউ এসে ভেঙে দেয়
তাদের রঙিন বাসর ঘর ,
পারে এসে মৃত্যু ঘটে সেই সব
রঙিন স্বপ্নের-- দুইবেলা ।।


অথচ স্বপ্ন গুলো ফিরে আসে
বারে বারে , বংশবৃদ্ধি  ঘটে
রঙিন মাছের মতো।


মাটি আঁকড়ে পড়ে থাকে
আরও গভীরে --
সময়ের সাথে ভুলে যেতে চায়,
……স্বজন হারানোর  খত ।



    পার্থ গোপাল চক্রবর্তী