আমার শহর
         -------------------


"রাতের শহর"-- ছুটছে গাড়ি
       একশো মাইল বেগে।
"আমার শহর"-- দেখছে নিয়ন
        সারারাএি জেগে।।
" নৈশক্লাব"-- রঙিন আলো
----- রঙিন জলের নেশা।
"আমার শহর" সভ্য এখন
----- পশ্চিম তার দিশা।।
ভিখারী ক্ষুধার্ত, অপেক্ষারত
     দু-মুঠো ভাতের আশায়।
যদি মরাপেটে, কিছু যদি জুটে
----- ফুটপাথে যাবে নিদ্রায়।।
খালিপেটে আর ঘুম আসে না
---- খিদের ভীষন জ্বালায়।
ঐ ডাস্টবিনে, যেতে হবে মহারণে
        ----------- কুকুরের সাথে।
শীর্ন শরীরে, কিছুটা রক্ত ঝরে
এক মুঠো মাখাভাত, উঠে এল হাতে।।
ভিতরের গলিতে, অভ্যাসের আলসামিতে
এক সাথে সুর বাঁধে--"কুকুরের দল"।
আভিজাত্যের অহংকারে,কাঁচবন্দি স্বপ্নঘরে
---   দাঁড়িয়ে একাকি "শপিংমল"।।
ফুটপাথে সারিসারি, লাশেদের গড়াগড়ি
লাশ হয়ে বাঁচে ওরা "মানুষের রূপে"!
সংখ্যায় বাড়ে শুধু "শরীরের তাপে"।।


পার্থ গোপাল