স্বপ্ন
                  -------
সমস্ত ভালোলাগা তোমার,
আমার জন্য একটু স্বপ্ন বাঁচিয়ে রেখো।
ভালবাসতে না পারলে,
ঠিক করে অন্তত ঘটনা করতে শেখো।।
জানালার গরাদ ধরে বৃষ্টির সোজা না বাঁকা পড়ে ভেবেই কাটিয়ে দেব।
সমস্ত সুখ আর ইচ্ছাগুলো তোমার হয়ে গেলে, আমি না হয় একটু স্বপ্ন চেয়ে নেব।।
একমাত্র স্বপ্ন রাই ডানা মেলে উড়তে পারে, মনের আনাচে।
বুঝিনা স্বপ্ন ছাড়া, মানুষ কি কখনো বাঁচে?
স্বপ্ন দেখি বলে তুমি আমাকে মূর্খ ভাবো, হয়ত বা পাগল!
স্বপ্নে থাকা শিশুর হাঁসি আজও সবচেয়ে সুন্দর সরল।।
আমি স্বপ্ন দেখি জোনাকির আলোয় হেঁটে চলেছি, এক অরন্য থেকে অন্য অরন্য।
রঙিন চাওয়া পাওয়ায় তুমি আধুনিকা, আমি না হয় আজও বন্য।।
নিজেকে যদি কোনদিন একাকি মনে হয়, নিমন্ত্রন রইল আমার স্বপ্নের দেশে।
নূতন করে ভেঙেচূড়ে গড়ে নেব, আবার পরীর বেশে।।