কবিতা -তোমার সত্যিটা
কবি - পার্থ গোপাল চক্রবর্ত্তী


লোকডাউন এর এই বেড়াজাল,
থাকে যদি আরো কিছুকাল !
বুঝবে তোমরা বুঝবে, "কেমন বন্দিদশা"?
অকারণে আমায় ধরে, খাঁচার মধ্যে দাও যে পুরে l
পয়সা দিয়ে দেখতে আসো, আমার দুর্দশা ll
নীরবে মেনেছি বশ্যতা তোমার--
বিনিময়ে আজ, "এই পরিনাম "!
নিজের খেয়ালে হত্যা লীলা----
দাওনি আমার, "জীবনের দাম "l
মৃত্যুবরণ করছে যারা, বুঝেছে আজ--
তুমি, "কত অসহায় "!
ধুলোর চেয়েও ছোট্ট অনু, ধুলো দিয়ে তোমার চোখে --
হতে পারে, "কত বিভীষিকাময় "l
লোভ লালসায় মত্ত হয়ে, হত্যালীলা যাও চালিয়ে --
---"সারা পৃথিবী জুড়ে "l
তবুও আজ কিসের ভয়ে?করুনমুখে রয়েছো চেয়ে --
নিজের খাঁচায় আজ নিজেই বন্দি, "তোমার ছোট্ট ঘরে "l
এই সময়টা ঠিক পেরিয়ে যাবে, মুছে যাবে কষ্টগুলো l
স্মৃতিগুলো কি থাকবে মনে? যা এই সময় দিলো ll
প্রকৃতি ঠিক বুঝিয়ে দিলো, বাঁচার জন্য কি প্রয়োজন !
অতিরিক্তের নেই দরকার, দরকার এক ভালো মন ll
নিঃশর্ত ক্ষমা চাও, "নদীর কাছে,  প্রকৃতির কাছে "l
ভুলে যাও সব অহংকার, এখনও যা জমে আছে l