তুমি আসবে বলে
   --------------------------------
আকাশটা আজ সাজছে দেখ, তুমি আসবে বলে।
বাতাস আজ এলোমেলো , পথ হারাল ভূলে।।
শুস্ক ভূমি বুক পেতেছে, আলিঙ্গনের আশায়।
গাছের পাতায় লাগল দোলা, ভালোবাসার নেশায়।।
তৃষ্ণার্ত চাতক উড়ে, দুরের ঐ গগনে।
সূর্য বুঝি মুখ লুকালো, তোমার আগমনে।।
বাড়ির ছাদে নূতন বৌ , কাপড় তোলার তাড়া।
রাখাল ছেলে প্রমাদগুনে, বলে "একটু দাঁড়া"।।
দুরের মাঠ ঝাপসা হল, এলে আঁধার করে।
কুকুরগুলো দৌড় লাগাল , পূরানো মন্দিরে।।
দস্যি ছেলে ছিড়ছে খাতা, মনের আনন্দেতে।
কাগজের নৌকা বানায়, ছাড়বে মাঝ উঠানেতে।।
দোকানপাট আধভেজানো, রাস্তা শুনশান।
ডোবার ধারে ব্যাঙের দল, গাইছে তাদের গান।।
টুপটুপ, ঝমঝম-- নূপূর যেন পায়।
আমার সাথে আলাপ হল, খোলা জানালায়।।


পার্থ গোপাল