গ্রামের কৃষক রমিজ মিয়া বাজারেতে গিয়ে,
সুন্দর একটা গাছ কিনিল নতুন টাকা দিয়ে।


পাতা গুলি বেজায় বাহার সবুজ বরন আগা,
চতুর দিকে বেড়া দিয়েছে খায় না যেন ছাগা।


মাস যায় বছর যায় কেটে যায় দিন,
সার দেয় পানি দেয় টাকা করে ঋন।


বহু দিনের স্বপ্ন তাহার ফুটবে রঙিন ফুল,
প্রিয় তমার জন্য সে যে বানাবে দুই দুল।


ভাবনায় চিন্তায় ঘুম আসেনা রাতে,
প্রিয় তমা কথা বলেনা ফুল ছাড়া তার সাথে।


হঠাত্‍ এক দিন খবর পেল ফূল ধরেছে গাছে,
গিয়ে দেখে রমিজ মিয়া স্বপ্ন হল মিছে।


বহু দিনের কষ্ট গেল নষ্ট টাকা পাঁচ,
মনটা তাহার খারাপ হল ছিল কচু গাছ।