ভাবনাটাকে চিরদিন ধরে রাখতে পারলে ভাল হত
ভাবতাম আর ভাবতাম
কল্পের গানকে কম্পনের সুর পোহাতাম
ভাবখানাকে খাঁচায় বন্দি করতাম
যখন ইচ্ছে তখন আহার দিতাম
আর চুপিসারে খেলতাম
বাদ্য বাজাতাম, রম্য ছড়াতাম
হাসকে বলতাম ব্যঙ
আর ব্যঙকে বলতাম নির্যাস
দাপাতাম চড়তাম হৈ হৈ
শব্দের ঝঙ্কারে ব্যাংকার তুলোধুনো করতাম
ভাবনাকে মাঝে মাঝে ভাবখান দেখাতাম
পালকি চড়াতাম,কুপি জালাতাম
লিখতাম পোকার ফলকে
হারানো ঐসুর আড়ালে বাজাতাম
কি বোর্ড কে বানাতাম গিটার
আর গিটার হত হারমোনিয়াম
ভায়োলিন হত সেতারা
হার মোনিকা হত তবলা
তা তা থৈ থৈ
ব্যস ভাবনা তার মাতাল সুরে নাচত
কলঙ্ক করত ঐ কালির সুবাসকে
আতর কে করত বাসি
ফুলকে দিত রং
ফলকে দিত কাটা
গমকে ধানের ধার
আটাকে সুজির সাজ
ব্যস ভাবনার চিরকালের ভাবনা হারিয়ে যেত ।
ভাবনাটাকে যদি চিরদিন ধরে রাখতাম
তাহলে ভাল হত
তখন ভাবতাম আর ভাবতাম |