হে শকুন্তলে ! কি করিলে বলো পাইব তোমারে?
সেই কত যুগ আগে তুমি মোদের ছাড়িয়া গেলে !
দুষ্মন্ত পাইয়া সখি, প্রিয়ংবদা-অনুসূয়ারে ভুলিলে !
তাত কণ্বও এখন আর আমাদের করেননা স্মরণ,
জানিনা আয়ু আছে কতদিন, কবে হইবে মরন !
যুগান্ত পার হয়ে যায়, মনে হয় যেন এই তো সেদিন,
থমকে গেছে সময় মোদের একটি বান্ধবী বিহীন ।
মনে পড়ে কি তোমার কখনো সেই হরিণ শিশুটিরে,
বুঝিনা তো, আছ যে কি করে তুমি আমাদের ছেড়ে!
মালিনী তো এখনো তেমনই কুলকুল করে বয়ে যায়,
আমরা দুজনে রয়েছি আজও তোমারই প্রতীক্ষায়।
যদি বল তুমি, আবার ফুল তুলে মালা গাঁথিবারে,
খোঁপায়-বাহুতে-কব্জিতে বল যদি মালা পরাবারে !
কত খুশি যে হই মোরা দুজনেই অন্তরে অন্তরে !
হয়তো তখনও হরিণ থাকিবে দাঁড়ায়ে, একটু দূরে।