ইচ্ছে পূরন -  (পায়েল সূত্রধর)


আমি যেন তোমার কাছে তোমার খেলার সাথী...
রাঙা মাটির পথে চলার , কখনো সহপাঠি ।
আমি যেন তোমার মনের ,ছবি আঁকার তুলি,
তোমার বাগানে লাল টকটকে, ঝরে যাওয়া সেই কুড়ি ।


কত সকাল, কত দুপুর দেখেছি তোমার সাথে,
গোধূলি বিকেলে সবুজ ঘাসে চলেছি তোমার সঙ্গে ।
বাদল দিনে মাদল বাঁজে, শুনেছি দু কান পেতে ।
কাশফুলের দোলায়  যেদিন উঠেছিল মন মেতে ।


কাল বৈশাখী দুমড়ে কাঁদে,
ঝরে পড়ে যখন আমের মুকুল
দেখেছি তাহা , দেখেছি মোরা ,
যখনই শ্রাবন ভাসালো দুকূল ।


তোমার মুখের বিষন্নতায় ম্লান হয়ে যায়
ঋতুরা সবে ।
অপেক্ষায় যে থাকে তাঁরা ,
তোমার সাথে সুর বাঁধবে কবে ।


তোমার আলো তোমার বাতাস
আজও তোমারই আছে ।
কখনো আমি এক,  মরিচিকা হই
তোমার আসে পাশে ।


অশ্রু হয়ে তারার মতো,
তোমার চোখের আকাশে ভাসি ।
তারা হয়ে তাই খসে পড়ে ,
তোমার ইচ্ছে পূরন করি ।।