সর্বনাশ -- (পায়েল সূত্রধর)


এই তো সেদিন এলাম আমি
মা গো! তোমার কোলে ।
মিষ্টি হেঁসে , ফাল্গুনী সে ,
এলো তোমার কালো মেয়ে ।।


ছেলে হলে সবাই খুশি
সে যে কুলের মাঝি ।
তুমি কিন্তু মা চেয়েছো আমায়,
তাইতো , তোমার মতন সাজি ।


নামটি দিলে মনের মতো
"পায়েল" বলে যাকে ।
পায়ের বাঁধন হলো সে যে
মনের মাঝে থেকে ।


দিদির আদর , দাদার শাসন
হয়নি যে তা শেষ ।
বাবা মায়ের মনের মতোন
বড়ো হলাম বেশ  ।


মনের কথা কে বা জানে
কে বা বোঝে তাকে?
মনের কথা অনেক সময়
বন্দি হয়েই থাকে ।


আমি মা গো চাইনি বেশি
চাইনে সোনা দানা ।
আমি শুধু চেয়েছি দেখতে
তোমাদের হাঁসি মুখ খানা ।


জীবনে তোমায় দিনি কিছুই
ভালো কথা ছাড়া
আমি  যে  তোমার খারাপ মেয়ে
আলোয় দিশাহারা  ।


জোনাকি হয়ে জ্বলি নিভি
পথের আঁধার কাটাই
অল্প আলো মা গো আমার
সকাল হলেই পালাই ।


যে ঘরে তে আলো করে
যাবো আমি ভেবেছিলে ।
পারিনি মা যে , সেই আলো কে
সবার মাঝে ছড়িয়ে দিতে ।


দিনের পরে দিন চলে যায়
মাসের পরে মাস ।
আমি যেন আজও সেই
মা গো ! তোমার সর্বনাশ  ।।