ফেসবুক এর ফ্রেন্ডলিস্টে থাকার জন্যও
যোগ্যতা প্রয়োজন হয়,
ফেসবুক নিজের ভাবনা কাজের একটা প্রতিচ্ছবি
সেখানে যা ইচ্ছা প্রকাশ করা উচিত নয়।


সেখানে শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ থাকেন
ছোট ভাই বোন আর আত্মীয় স্বজন,
যেকোন কিছু প্রকাশ করা উচিত নয়
নিজের ফেসবুকে রাখতে অন্যের মন।


কিছু কথা আছে ব্যক্তিগত কাউকে বলার মত নয়
ফেসবুকে কিন্তু দিয়ে দিয়েছো,
দেখবে বড় ভাই বোন আর আত্মীয় স্বজন
তা কি একবার ভেবে দেখেছো।


হোয়াটস  অন ইওর মাইন্ড ফেসবুক ওয়ালে
লিখা আছে আমরা সবাই জানি,
তাই বলে যা কিছু লিখা উচিত নয়
যা হয় তোমার মানহানী।


অন্যের কথামত যা কিছু দিওনা
তোমার নিজের এতে স্বধীনতা আছে,
ওরা করলে করুক তাতে হিংসে
ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই তাদের কাছে।


ভেবে চিন্তে পোস্ট করো বাধ্য করো
তা বার বার পড়তে,
এমন কিছু লিখো না বাধ্য হন
একজন ভালো বন্ধু তোমায় অনফ্রেন্ড করতে।


ফেসবুক যদিও সামাজিক গণমাধ্যম
কিন্ত তা আজ নিউজ পেপারের চেয়েও কম নয়,
তাই নিজে সচেতন হোন অন্যকে করুন
এতেই মঙ্গল হবে জানিও নিশ্চয়।