তোমা হতে একটি শব্দ নিয়ে তার ব্যখ্যা করি যখন,
আচমকাই জন্ম নেয় একটি নতুন কবিতা,
তোমার রুপ লাবন্য যখন করি বিশ্লেষন
তখন ভাবি আমার কিছু নয় তুমিই কবিতার দাতা।


তুমি আনমনা হয়ে অপলোক দৃষ্টিতে তাকাও ওগো যখন
তার গবেষনায় সৃষ্টি হয় একটি নতুন কবিতা,
মান অভিমানের হিসেব করি যখন, ভাবি তখন
আমার কিছু নয় তুমিই আমার কবিতার দাতা।


তোমার কালো কেশে হারিয়ে দিশে হাত ভুৃলাই যখন,
পালনে তাকে তোমার নীরবতা,
সেই কথা ছন্দে রাঙ্গাই যখন সৃষ্টি হয় তখন
একটি কবিতা, ভাবি তখন আমার কিছু নয় তুমিই কবিতার দাতা।


তুমি মন ভুলানো হাসি হেসে যাও যখন নিজেকে হারাই,
হারাই দিশে ও গো অচিন্তা,
লিখার ভাষা জ্ঞান আমি তোমা হতে পাই
তখন ভাবি  তুমিই আমার কবিতার দাতা।