মাগো মা নীল আকাশটা
আজকে কেনো কালো,
সুর্যিমামা রাগে নাকি
দিচ্ছে না আজ আলো।


মাগো মা ধান গাছ দেখো
পেয়েছে কত লাজ,
জলের তলে লুকিয়ে আছে
কেমন করে আজ।


মা গো আজ সবুজ ঘাস
পালটিয়েছে রং,
কাদা মেখে আজকে দেখো
করছে কত ঢং।


জল গুলো আজ নিজেই করছে
নিজের যাওয়ার পথ,
তাদের সাথে এবার না হয়
মিলাই আমার মত।


জলের সাথে ভাসতে যাবো,
দেখবো কত কিছু,
মাঝি হয়ে বৈঠা বাবো
ছুটবো তারই পিছু।


ইচ্ছে আমার তাদের মত
কিছু একটা করি,
দাও না মাগো বানিয়ে আমায়
কলা গাছের তরী