তুমি ইদানিং বেশ,
থাকছো দুরে দুরে দিচ্ছো ক্লেশ।
আমার চোখের জলে করলাম আজ যে নদী,
যেনে রেখো বিনধি।
তুমিও একদিন হবে সেই নদীর জল,
আর আমি হবো সফল,
যখন ভেসে ভেসে
যাবে সাগরে মিশে,
পুড়বে রোদের তাপে উড়বে আকাশে।
বাষ্প হয়ে যখন মেঘ হয়ে ভাসবে,
সেদিন তো আমার কাছে আসবে।
বৃষ্টি হয়ে পড়বে যখন পৃথিবীর বুকে,
আর আমি তোমায় ছোঁতে পারবো খুব কাছ থেকে।
তোমার কর্মের ফল তুমি ঠিক পাবে,
আজ তো থাকছো দুরে কাল কোথায় যাবে।