প্রশ্ন দেখে অনেক খুশি কমন পড়েছে সবি,
তার মাঝে দুই মার্ক দিয়েছিল আমার বান্দবী।
প্রশ্ন দেখে যখন আমি গেলাম মুচকি হেসে,
দেখিনি দুই প্রশ্ন কঠিন প্রশ্ন পত্রের শেষে।
যখন দেখলাম উত্তর আমার হচ্ছেনা স্বরণ,
সাথে সাথে প্রিয়জনকে দিলাম আমি ফোন,
সে আমায় এস এম এস এ উত্তর বলে দিলো,
এখন বলো যুক্তিটা মোর কি রকমের হলো।
কবিতায় লিখেছি বলে কেউ করোনা এমন,
পরিক্ষা হলে তাই নিষিদ্ধ মোবাইল মঠোফোন।
পরিক্ষা হলে মোবাইল নিলে যে সমস্যা হয়,
চেষ্টা করেছি করতে তা কবিতায় উদয়।