দাঁড়িয়ে আছি পথের ধারে সময় হলো যাবার,
সবার মাঝে ভিন্ন সাঁজে ফিরবো গো আবার।
এই পথে যে দিনে রাতে সবার যাওয়া আশা,
আমি না হয় আগেই গেলাম রেখে রঙ্গ তামাশা।
করিও ক্ষমা মনে জমা আছে যা ভুল ত্রুটি,
এবার না হয় দাওগো বিদায় নেবো চিরছুটি।


ডাক এসেছে অপার থেকে আর কি থাকা যায়,
আর আমাকে রেখো নাকো বেলা চলে যায়।
যেতে যে আজ হবেই আমার আমার সময় শেষ,
মনে কিছু রেখো নাকো যা দিয়েছি ক্লেশ।
মাঝি আজি দ্বার  খুলেছে  কি করে রবো,
মায়ার বাঁধন  ছিন্ন করে আজ বিদায় নেবো।