জীবনটা আজ বদলে গেছে, তাই না?
একা একা প্রশড়ব করি কোনো উত্তর পাই না।
আজ পার্কে বসে আড্ডা নেই, ঠের পেতাম না সময় যেতে,
আজ কলেজ না থাকলেও বলিনা মা, কলেজ আছে,
স্যার বলেছেন সকাল যেতে।
আজ তোমার আর আমার পথ দু দিকে ভাগ,
দেখো আগের মত নেই ভালোবাসা, আগের মত নেই রাগ।
একদিন তোমার সাথে কথা না বললে বলতে
কোথায় গিয়েছিলে, আমার খুঁজ নেওয়ার কি সময় হয়নি তোমার,
আমি কি করে আছি, শুধু এই আশায়, কখন ফোন আসবে তোমার।
আজ সেই অপেক্ষা নেই,
কখনো কখনো কথা বলতে বলতে রাত ভোর হয়ে যেতো,
ভোর হলে আমাকেই বলতে এই পাগল ঘুমাবে কখন,
এই চলে আসো না আমার কাছে, তুমি ছাড়া ভালো লাগেনা,
কবে তোমায় পাবো এই বলনা ?
আজ আর এমন প্রশড়ব কেউ করে না।
আমি তো হারাতে চাইনি তোমায়, তবু কেন হল না পুরণ আশা,
যেন এক সমুদ্র ঝড় ভাসিয়ে নিলো দুজনাকে ভেঙ্গে সকল প্রত্যাশা।
জানি তুমিও হারাতে চাওনি আমায়
জীবন বদলে দিয়েছে আজ দুজনকে, নিয়তির নিঠুর খেলায়।
তুমি তো আজ নিজেকে শুধরে নিয়েছো ভুলে গেছো সকল স্মৃতি,
একসাথে পথ চলা ডালমুঠ খাওয়া কতনা পাগলামো আদর প্রীতি।
আজ তোমার সাজানো সংসার সন্তান স্বামীর যতেড়ব ব্যস্ত,
আর আমার সংসার এখন রাজপথের ফুটপাতে সেথায় আমার বসতি,
বদলে গেছে সব কিছু, ভালোবাসার কি নির্মম পরিণতি।