তোমার জন্য ঝড়েছে রক্ত
হারিয়েছে কতজন প্রাণ,
অশ্রু মাখা চোখে দেখিছে স্বপ্ন
কন্ঠে গেয়েছে বিজয়ের গান।


তোমার  জন্য নয়মাস যুদ্ধে
পেয়েছি স্বাধীন পতাকা,
স্মৃতি বিজরিত লাল সবুজে
রয়েছে শহিদের স্বপ্ন মাখা।


একটি আশা বুকে নিয়ে
সহেছে বাঙ্গালী কত ব্যথা,
বাচার জন্য বেশ কিছু নয়
প্রয়োজন ছিলো একটু স্বাধীনতা।


দস্যুদের হাত থেকে চিনিয়ে আনতে পেরে
হয়েছি আজ ধন্য,
আজ আমরা মুক্ত স্বাধীন
হে স্বাধীনতা তোমার জন্য।