ভুলব কদম ফুল; "অঝর শ্ৰাবণ",
"প্ৰিয় বকুলের ফুল" ভুলেছি যেমন!
সবুজ খেলার মাঠ, কচি-কলরব,
খেয়াঘাট, নদীতীর ভুলে যাব সব।
ভুলব জোত্‍স্না রাত, নিরেট আঁধার,
জোনাকি জপের মালা; নামটি "রাধার"!
ভুলব বাবুই পাখি; মুক্তির আনন্দ,
দিশাহীন পাখা মেলা ভুলে ভালমন্দ।
হৃদয় বিবাগী হয়ে গেছে যে বিপথে,
ভুলে যাব প্রেম ছিল সত্য শপথে।


যেদিন রুদ্ধ হবে হৃদয় আগল,
ভুলে যাব সেইদিন ছিলাম "পাগল"।
তোমরাও ভুলে যেয়ো "আমি যে ছিলাম"
মরুভূমি ডাকছে, বিদায় নিলাম . . !