নিয়তির এই দোলায় দুলে হচ্ছে সময় পার,
যা গেছে তা এ জনমে ফিরবে না তো আর।
সুখ দুঃখ সমান্তরাল, চলছে জীবন মাঝে,
দুঃখের তুলায় সুখের মাপে ওজন মেলে না যে।
কাজের খাতায় হিসেব কষি অকাজ কত হল,
কাজ মরেছে দেনায় দায়ে, অকাজ "হরি বলো"!
কি চেয়েছি, কি হয়েছে, কি আর ভবিষ্যৎ,
বাকিটা পথ পার হয়ে যাই নাকে দিয়ে খত।