কত ভুল করে মাশুল গুনেছি,
কত ভুল আজো করে যাই,
শত আঘাতের ক্ষত নিয়ে বুকে-
আজও আমি কেন সুখ চাই!


সুখের স্বপ্নে বিভোর দু'চোখে-
দিনে দিনে বাড়ে নোনা জল,
কলরবে আমি ভোর হব ভাবি,
রাত হয়ে থামে কোলাহল।


রাতের বাতাসে থমথমে স্মৃতি,
কালো মেঘ জমে বেদনায়,
ঝর ঝর ধারা বিস্মৃতি খোঁজে,
মন কি খোঁজে তা বোঝা দায়!