ভুলব কেমনে বল ভুলব তোমারে সখী,
বেদনার ঋণ বুঝি আরও কিছু আছে বাকি।
আরও বুঝি আছে বাকি স্মৃতির দহন জ্বালা,
এত কিছু ভুলি তবু তোমাকে হয় না ভোলা।

তোমাকে ভুলব বলে কত হাটি ভুল পথে,
ভুলভাল স্রোতে ভেসে যাই কত অধঃপাতে।
ধাপে ধাপে নেমে যেতে তবু থেমে ফিরে চাই,
প্রথম সোপানে আজও তোমাকে দেখতে পাই!

মুখ আসে মুখ যায় ছবির মতন,
আর তো তেমন করে ভোলে না এ মন।
স্নিগ্ধ হাসির ঢেউ, চপলা চরণ,
জাগায় না আজ আর মনে শিহরণ।
যা গেছে তা গেছে চিরদিনের মতন,
পড়ে আছে শুধু কিছু স্মৃতির দহন।
সব চাওয়া হারিয়েছে না পাওয়ার ভীড়ে,
মন শুধু পথে পথে তাঁকে খুজে মরে!