মোনালিসার মন নিয়ে তুমি থাকো অতল জলে,
আমি রুদ্ধশ্বাসে ডুব দিয়ে কিছুদূর যাই, ফের ভাসি।
ফের ফাঁসি,
ফের ডুবি,
মনিমুক্তা-তুমি থাকো গহিনে গহিন।

জানি এসব আনাড়িপনা, প্রগল্ভ আবেগে তুমি হাসো,
তোমার মার্জিত জীবনে নিতান্ত বেমানান এসব,
তবুও মনের অবহেলিত কোন কোনে দাও কি প্রশ্রয়, কি জানি!

মরুর তৃষ্ণা নিয়ে আমার ঝুড়ি ঝুড়ি প্রশ্ন,
নিতান্ত কৌশলে (বলছি না উপেক্ষা) তোমার চা-চামুচে উত্তর,
নৃতাত্ত্বিকের মত আমি হাতড়াতে থাকি তোমার সংক্ষিপ্ত লিপির মর্ম,
পাইনা হদিশ।
বলো, এতে কি ভেজে মরু,ভরে মন?

কি আসে যায় বলো জানালার আগলটা খুলে দিলে,
বাইরের আলো যদি ঘরে যায় সেকি আর বাইরের থাকে?
সে তো তোমারই হল, বলো?
তবু থাকো অলঙ্ঘ্য!