আমি রাঙা রোদ হব; তুমি গায়ে মেখো,
আমি আলো-রাত হব; তুমি জেগে থেকো।
আমি জবাফুল হব; তুমি কোরো দুল,
আমি কোন লতা হব, তুমি বেঁধো চুল।

সুরেলা পাখির ঠোঁটে আমি হব গান,
প্ৰাণ ভরে শুনো তুমি তায় পেতে কান।
আমি কোন নদী হব, রবে মিঠা জল,
বধূ কলসী কাঁখে তে কোরো জল নেয়া ছল!
প্ৰিয় সবুজের মাঝে আমি রব মিশে,
আলগোছে দোলা দিও তুমি ধানশীষে।
উতলা ফাগুনে হব দক্ষিনা বাতাস,
জানালার পাশে তুমি হোয়ো না উদাস।

মন যদি কাঁদে কভু রবো না যেদিন,
খুঁজে নিও প্ৰকৃতিতে আমি রবো লীন!