যবনিকা পতনের পর মুখে লেগে আছে রং;
স্মৃতির আয়নায় আমি সিংহাসনে!
রক্তের দাগ গেছে মুছে,
তবু শত্ৰুর তরবারি ঝংকারে ঘুম ভাঙে।
দেখি শূণ্য দরবার, যুদ্ধ প্ৰান্তর,
শূণ্য পেয়ালা, শূণ্য হারেম;
     মাঝরাতে আমি একা!

হয়তো ছাপোষা জীবনে বাজারের ব্যাগ হাতে-
আমি অতি সাধারণ।
হয়তো নবাবী অন্তর ইতিহাস হয়ে গেছে,
তবুও বিদ্ৰোহ দামামা বাঁজে হৃদয়ের গহীনে।
সৈন্য সাজে মনে মনে,
যুদ্ধ জিতে ফিরে আলোর রোশনাই,
আর মদের পেয়ালায় লাগে দোল!
ঢুলু ঢুলু চোখে সুর আওড়ায়. . .
      শোনেনা, বোঝেনা, খোঁজে না কেউ।।