কোথাও তো ঘুম আসে না মা,
কোথাও তো নাই স্থির ঠিকানা,
কোথাও তো পাই না এতটুকু সন্তোষ, শান্তি,
কিসেই বা দূর হবে বলো হতাশার ক্লান্তি,
কোথায় যাব বলো মা!

নির্বোধ আমি, সতত বেমানান সবখানে,
গোটা পৃথিবীর কাছেই আমার অভিমান কেন-
শুধু মন জানে!
পৃথিবীর শয্যা মাগো বড়ই কাঁটাময়,
গা এলিয়ে দিতে অনধিকার কাঁটা; লাগে ভয়।
শতভাগ অধিকার তোমাতেই জানি আছে,
আবারো ফিরব মাগো তোমারই কাছে-
সব পরিক্রমা শেষে পথ মিশবে এসে তোমার জঠরে,
আমি ঘুমাবো কাদা হয়ে, চিরঘুম অঘোরে,
তোমার চির অনাগত আনন্দ হয়ে!
নির্ভয়ে।