মরুর তৃষ্ণা যদি জল চেয়ে ভুল করে,
দুর্ভিক্ষ যদি ভুল করে ক্ষুধার অন্ন চেয়ে,
বিপন্ন নাবিক যদি তীর খুঁজে ভুল করে,
উদ্বাস্তুর দল যদি ভুল করে ঘর খুঁজে,
শ্রান্ত পথিক যদি ছায়া খুঁজে ভুল করে,
রাতের আঁধার যদি ভুল করে ভোর হতে চেয়ে,
মূমুর্ষূ রোগী যদি পথ্য চেয়ে ভুল করে,
তপ্ত গ্রীষ্ম যদি ভুল করে বৃষ্টি চেয়ে,
বহমান নদী যদি সাগর চেয়ে ভুল করে,
ভাঙনের তীর যদি ভুল করে গড়তে চেয়ে,
সুক পাখি যদি তার সারিকে খুঁজে ভুল করে,
জেলের বন্দী যদি ভুল করে মুক্তি চেয়ে,
বিষন্নতা যদি একটু আনন্দ চেয়ে ভুল করে,
চরম হতাশা যদি ভুল করে আশার আলো দেখে,
এবং স্বপ্নহীন রাজ্যে যদি স্বপ্ন এসে ভুল করে,
তবে জগতশুদ্ধ সবাই ভুল করুক।
তুমি ঠিক কাজটি করো;
আমি তোমাকে চেয়ে ভুল করেছি,
আমাকে খালি হাতে ফিরিয়ে দাও!