ঝড় ওঠে বৃক্ষের শাখায়-
পাঁজরের ডালপালা ভাঙে মড়মড়!
হৃদপিন্ডটা দোলে পেন্ডুলামের মত।
দুলতে দুলতে ছলকে যায় খানিক কালো তরল!
ছেড়া পাতাটা ভিজে যায় কালো তরলে,
দাগ রেখে যায় বিনিদ্র অন্ধকার!
কালি নয়, এ কালি নয়!
অভিশপ্ত, দূষিত শোণিত ধারার ধারাপাত।
দাগ নয়, এ দাগ নয়!
মৃত্যুমুখী জীবনের ছাপ; একটি কবিতা!