মানুষ হয়ে জন্মে মানুষেরই বিরুদ্ধে দুরভিসন্ধি করে বাঁচতে হবে!
বন্ধু হতে নেই, ভালবাসতে নেই, হাসতে নেই সংশয়হীন হাসি।
বন্ধুত্বের প্রতিশ্রুতিতে ভরা স্মিত হাসির আড়ালে লুকিয়ে রাখতে হবে শানিত দাঁত;
কামড়ে দিতে হবে সুযোগ পেলেই!

একপৃথিবী আজ অন্তরে বাহিরে বহুধাবিভক্ত।
মানুষ আর নিজের দখলে নেই!
সবাই চলে গেছে ধর্ম, সম্প্রদায় আর মানচিত্রের দখলে।
ভ্রষ্ট মস্তিষ্কেরা আজ আত্মঘাতী, স্বজাতির রক্তমাংসভুক।
অস্ত্রের ধাতব শব্দে আজ সভ্যতার বিজ্ঞাপণ,
রক্তপিপাসু চিৎকারে আজ তেজের পরিচয়,
ধ্বংসের প্রতিশ্রুতিতে আজ সৃষ্টির উৎসাহ!
তবে কি, তবে কি শব্দেরা তাদের অর্থ ভুলে গেছে?