স্বপ্নেরা আমায় ক্ষমা করে চলে গেছে মানে মানে,
বলে গেছে বাঁসা বাঁধবে প্ৰতিভাধর গুণীদের বুকে।
স্বপ্নহীন আমি মৃত্যুরাজ্যে একা ঘুরি কি অলীক সুখে-
শুধু মন জানে!


তবু চলতি পথে মোড়ে কারা এসে নিঃস্বার্থে ডেকে যায়,
চিতা-বুকে হাত রেখে ভালবেসে চলে যায়।
বলে যায় "বেঁচে আছ!",
জীবনকে কমা দিয়ে রেখে যায়!


আবার বেঁচে উঠি সুতীব্ৰ এক জীবনের টানে;
বর্ষার ডাক পাওয়া সুপ্ত বীজের মত,
ফাগুণের ডাক পাওয়া শুষ্ক গাছের মত,মনে জাগে প্ৰত্যয়-
কচিপাতা-সবুজে,ফুলে-ফলে
ভালবাসা-দায়ভার মেটাবো-ই মেটাবো,
হৃদয়-শোনিত-ধারা কলমের কালি,
তিলে তিলে লিখে দেব জীবনের মানে!