কি আমার পরিচয়, কে আমার মা?
কাঁটাতারে ঝুলে আছে ভুল ঠিকানা!
গাছপালা, নদী, মাটি দেয় অধিকার,
মানুষই চাপায় এসে সংখ্যার ভার।
চিনি-জানি সব দল, সব শালা ঘুঘু,
ঘুরে ফিরে আমি সেই "সংখ্যায় লঘু"!
জন্মের ইতিহাসে ছিল হিজিবিজি,
পূব পাড়ে লঘু তাই, পশ্চিমে রিফিউজি!