মানব তুমি অদ্ভুত-
বরষার হরিষে তুমি,
সোনালী রোদ্দুরের অপেক্ষায় থাকো।
আবার, গ্রীষ্মের তপ্ত দহনে তুমি,
বর্ষার স্নিগ্ধতায় বাঁচার স্বপ্ন দেখ!


মানব তুমি অদ্ভুত-
বড় হওয়ার আশায় তুমি,
কুটুমকে দুরে রাখো।
আবার, একাকীত্বে তুমি,
সফলতাকে ব্যর্থ ডাকো।


মানব তুমি অদ্ভুত-
সম্পদের মোহে তুমি,
স্বাস্থ্যকে হেলায় হারাও।
আবার, স্বাস্থ্য রক্ষায় তুমি,
সমস্ত সম্পদ পোড়াও!


মানব তুমি অদ্ভুত-
সবেতেই তুমি
যুক্তি খোঁজে বেড়াও।
আবার, যুক্তির তর্কে তুমি,
পাপের কীর্তন গাও।


মানব তুমি অদ্ভুত-
তুমি সৃষ্টি যে শ্রষ্টার,
করেছ সৃষ্টি তাহার।
আবার, তাহাই বিসর্জীত,
শ্রষ্টার সৃষ্টি জনিত।


তুমি অল্পেতে নও তুষ্ট;
তুমি যে তোমাতেই রুষ্ট।
এই অতৃপ্ত বাসনাই তোমাকে,
এগিয়েছে সবার থেকে।
তাইতো বন্দি মানব তোমায়,
আমি মুগ্ধ তোমার অদ্ভুদতায় ।
তোমার পিপাসার্ত মন,
করেছে তোমায় মহান।