আমার অস্থির অস্থির লাগে
তোমার মন খারাপের কথা শোনে
আমার খুব অস্থির লাগে
মনে হয় কোন এক কালে
তুমি আমার প্রাণের ভিতরের প্রাণ ছিলে।
কাল বৈশাখি ঝড়ের শেষে
আম কুড়ানোতে যে আনন্দ হতো শৈশবে
তুমিও সমান ভাগিদার ছিলে তার।
বয়ঃসন্ধি কালের হঠাৎ নিদ্রারতিতে
আনাড়ি বালক হতে যখন যৌবনে আসি
চরম শিহরণে ছিলে তুমিও অংশীদার।